বর্ষায় মন উড়ু উড়ু তাই উঠল বাই চলো করি ঘুরু ঘুরু। কিন্তু কোথায় যাই? হাতে মাত্র একটা পুরো দিন,নো থাকাথাকি। ভাবি চলো ভাবি,এই ভাবতে ভাবতেই ঠিক হল বেশি দূরে নয় যাব কাছাকাছি। দূরে গেলে যাতায়াতেই কেটে যায় অনেকটা সময়,সুতরাং সংক্ষিপ্ত হয় থাকার সময়টা। পুর্ণেন্দু পত্রী স্মৃতি শিল্পগ্ৰামের কথা ফেসবুকে পড়েছি। তাই ঠিক হল সেখানেই যাবো,কারণ কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেখানে। আমরা গাড়ি করে গেছিলাম,আপনারা চাইলে ট্রেনে করে উলুবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা বাসে করে মোহিনী মোড়,তারপর মোহিনী মোড় থেকে ধান্ধালিয়া পুর্ণেন্দু পত্রী শিল্পগ্ৰামে পৌঁছে যেতে পারেন। ভগবানের কাছে হাত পেতে মন খুলে চাইলাম হে ভগবান বৃষ্টি দিও,আহা মরসুমের প্রথম বর্ষা সুখ মাখতে মাখতে যাবো। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করলেন,সক্বাল সক্কাল বৃষ্টি এলো। বৃষ্টি মাথায় করেই,মনে খুশি নিয়ে বেরোলাম সকাল সাড়ে ছটা নাগাদ। গাড়ি চললো এগিয়ে,আমরা দলে পাঁচ। আমাদের আগেরদিন পর্যন্ত প্ল্যান ছিল আমরা পটচিত্র গ্ৰামে যাবো,কিন্তু হঠাৎই ওদিকে বন্যা থাকতে পারে ভেবে মত ঘুরেছে রাতে। ...