Skip to main content

Posts

Showing posts from June, 2022
আবার একটা ফাদার্সডের গন্ধ ভেসে আসছে। আমার মেয়েটা ভাবতে বসেছে ওর বাবাকে কী দেবে,কী খাওয়াবে সেদিন। আমিও খুঁজলাম তোমার আমার একটা ছবি চোখটা ঝাপসা হল আবার। তোমরা যখন সাথে ছিলে কোনদিন ভাবিইনি তোমরা একদিন থাকবে না। কী বোকা ছিলাম বলতো? ভাবতাম ঢের ঢের দেরি আছে সব ফুরিয়ে যাবার,এখনও তো কত এনার্জি তোমাদের। দেখতে দেখতে তোমার সত্তর হয়েছিল,মনে হত এই তো বেশ ভালো আছ তোমরা এখনও একটুও বুড়ো হওনি। এভাবেই অনেক অনেক বছর কেটে যাবে। কিন্তু ক্ষয় হয়ত হয়েছিল ভেতরে ভেতরে যার হদিশ আমি পাইনি তাই তো পরপর চলে গেলে দুজনেই।  আচ্ছা শোক কী সত‍্যিই প্রকাশ করা যায়? হয়ত যায় না কখনই,কান্না ঝরানো দেখে যারা হিসেব করে শোকের অঙ্ক তারা বড় বোকা। কিচ্ছুটি জানে না তারা,তাদের গণিত বড়ই নড়বড়ে।  আসলে যতদিন যায় শোকের ওপর আমরা প্রলেপ দিই নানা কাজে ব‍্যস্ত থেকে। ফুল ফোটাতে চাই এক গামলা চোখের জলকে কাজে লাগিয়ে,মন ফেরাতে ঘুরতে যাই,সাজগোজ করি। তোমাদের কথা এলে ঝাপসা চোখ আড়াল করে বলি হয়ত এমনটাই হবার ছিল। আসলে ততদিনে শোক বুকের মাঝে একটা জায়গা করে পাঁচিল তুলে নিজের মত থাকতে শিখে গেছে। হঠাৎই সবার মাঝে থেকেও একলা হয়ে যাই শোককে সঙ্গী করে। শোক...

পুতুলের সংসার (উপন্যাস)

"মা কাল আমার পুতুলের বিয়ে তোমার মনে আছে তো? আমার কিন্তু ছোট্ট শাড়ি চাই,একটা মালা চাই,একটা ছোট্ট ব‍্যাগ চাই। আর তুমি আমার পুতুলের বিয়েতে ছোট ছোট লুচি ভেজে দেবে তো মা? ও মা.."      পুতুলের বকবক শুনতে শুনতে কখন যে চোখটা লেগে গেছিল মাধবীর। তারপরেই মেয়ের কথা শুনে চোখটা খোলে," সব হবে মা,তুই বলেছিস যা যা জোগাড় করব বলেছি তো। এখন তুই ঘুমো দেখি। আমাকে আবার সকালে উঠে রাজ‍্যের কাজ করতে হবে।"      পুতুলের মাথার এলোমেলো চুলগুলো আদরে নাড়তে নাড়তে ঘুম পাড়াতে থাকে মাধবী। পাগলী একটা মেয়ে পড়াশোনার নাম নেই সারাদিন শুধু খেলা আর খেলা। বাবা পড়াতে বসালে তবুও একটু পড়ে নাহলে তো তার নামগন্ধ নেই। দেখতে দেখতে দশ পেরিয়ে এগারোতে পা রাখল মেয়ে ফাইভ পেরিয়ে সিক্সে উঠেছে।       -" মা বাবা কবে আসবে? সেই কবে তো গেছে। তারপর তো আর খবরও দিল না। আমার বাবার জন‍্য খুব মন খারাপ করছে। তুমি বাবাকে একটা চিঠি লিখে বলে দাও বাবা যেন তাড়াতাড়ি এখানে চলে আসে।"    মেয়ের একটানা বকবকানির মাঝে আনমনা হয়ে যায় মাধবী সত‍্যি প্রায় মাসখানেক হতে চলল প্রসূন বাড়িতে নেই। সেই যে কাশী থেকে চিঠি এল শাশু...