বারান্দায় চুপটি করে আলসেমিতে বসে বৃষ্টি দেখছি,আজ কাঠবেড়ালী গুলোর কোন পাত্তা নেই। হয়ত বৃষ্টিতে চুপটি করে কোথাও বসে আছে,না হলে নিজেদের কোটরে ঢুকে কুটুর কুটুর করছে। বারান্দায় রাখা সাইকেলটা নিয়ে একটু আগেই অনিকেত বেরোলো পোস্টঅফিসে,বলল তো একটু পরেই ফিরবে। আমি হাসলাম বললাম মুক্ত বিহঙ্গ এখন তুমি,কখন ফিরবে কে জানে? যাক দুপুরের খাবার আগে এসো,আমার আবার খিদে পেলে রাগ হয়ে যায়। রামধুনিয়া একটু আগে কাজ করে তাড়াতাড়ি বেরোলো,আকাশে মেঘ দেখেই ছুট লাগালো। এতক্ষণে হয়ত অনি পৌঁছে গেছে পোস্টঅফিসে। আমার এখন অনেকটা অবসর,তারমধ্যে বৃষ্টি পড়ছে মনটা আরও খুশি। আঃ কতদিন বাদে এমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো,গাছপালাগুলো খুশিতে পাতা নাড়ছে আপনমনে। মাটি থেকে কী সুন্দর ভেসে আসছে সোঁদা গন্ধ। হাতে বইটা নিলেও মন দিতে পারি না,উদাস হয়ে যায় মন। কত এলোমেলো ভাবনা এসে ভীড় করে মনে। অনি রিটায়ার করে গেলেও এই জায়গাটা ছাড়তে পারিনি। ছত্তিশগড় আর উড়িষ্যার মাঝে অবস্থিত এই জায়গাটাতে কী অদ্ভুত অপার শান্তি যে পাই তা বলে বোঝাতে পারব না। আসলে কত স্মৃতি জড়ানো এই বাড়িটা। সেই কবে চাকরিসূত্রে অনির হাত ধরে লাল তাঁতের শাড়ি গায়ে জড়িয়ে এখানে আসা,স্বপ্ন বোনা একটু ...