#করালীদাদুর_কালী#
রুমাশ্রী_সাহা_চৌধুরী
আন্নাকালী দিদিমারা ছিলেন দশ বোন🙄
এখন আছেন কেবল বেঁচে মাত্র তিন জন।
পরের পর মেয়ে হওয়াতে ওদের এমন নাম
ওদের বাবা বলেছিলেন ,"মা এবার থাম।"😷
জয়মাকালী,আন্নাকালী,ঘেন্নাকালী দিদু
একবাড়ীতেই সুখে থাকেন,সাথে করালী দাদু।😍
এই মরেছে ,ভাবছো বসে করালী দাদু কে?
করালীদাদু বে করেছেন জয়মাকালী দিদুকে।😘
কাটছে বেশ ,আছেন সুখে দাদুভাই করালী
সাথে আছেন জয়মাকালী, আর দুই শালী।😍
যত্নে রাখেন মা কালীরা একমাত্র দাদুকে
খেয়ে দেয়ে, ঢেকুর তুলে,দাদু আছেন সুখে।😚
সবাই বলে করালীর আছে তিন কালী
কজন আছে তোমার মত এমন শক্তিশালী।😉
মনে মনে করালী দাদু করেন হায় হায়,
"তোমরা কি বুঝবে ভায়া,আমার বিষম দায়।😇
একসাথে তিন কালী ওঠেন যখন রেগে
মুন্ডুখানা হাতে ধরে পালাই দ্রুতবেগে।🤔
হে মা কালী, ঘরের কালীদের একটু করো শান্ত,
নইলে মা গো প্রাণটি যাবে,রইবো না জ্যান্ত।🤕
এক কালী তেই রক্ষা নেই ,ঘরে তিন কালী
ওদের কাছে বলির পাঁঠা আমি করালী।"🙃
সারাবছর ভক্তি ছেদ্দা করেন জয়মাকালী দিদু
ভয়ে ভয়ে থাকেন দাদু কালীপূজার দিনে শুধু।
আজকে যদি রেগে যায় ঘরের জয়মাকালী😈
বুকের ওপর এক পা তুলে জিভ কাটবে খালি।😛
হে মহাদেব 😪 তোমার কেবল একটিমাত্র কালী,
আমার গলায় ঝুলিয়ে দিলে একসাথে তিন কালী!
ভক্তের ডাকে কাতর হয় মহাদেবের মন☺️☺️
"ওরে করালী বাছা, মন দিয়ে শোন-----
কেন আমায় দিচ্ছিস দোষ শুধুই খালি খালি
রেগে গেলে সব বৌয়েরাই হয়ে যায় কালী☺️"।
#জয় মা তারা, জয় মা কালী, জয় মা দুগ্গা#
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ 😑😑😑😑
কালীপূজোর শুভেচ্ছা__রুমাশ্রী_সাহা_চৌধুরীদীপাবলি
দীপাবলি#
একেই কালো বৌমা অপর্ণার তারপর আবার পরপর দুটো মেয়ে হলো!একদম কালীপুজোর দিনেই দুঃসংবাদ। সেদিন আর নাতনির মুখ দেখতে নার্সিংহোমে যেতে ইচ্ছে করলোনা একদম। পরের দিন গিয়ে বৌমার পাশে বসতেই বৌমা বললো,"মা নাতনি দেখলেন?"...মনে মনে ভাবলেন ইস্ এতো মায়ের চেয়েও কালো!একটু শুকনো হেসে বললেন,"শ্যামা বলেই ডাকবো ওকে,কালীপুজোতে হলো তো।"..."আমরা ওর নাম দীপাবলি রেখেছি মা। খুব সুন্দর না নামটা!"
রুমাশ্রী সাহা চৌধুরী#
Comments
Post a Comment