আলেয়া সবেই বাথরুমে ঢুকেছে এই সময় একটা বাথ না নিলে ওর ভালো লাগেনা। বেশ অনেকক্ষণ ধরে বাথরুমে থাকে এই সময়টা,সারাদিন কাজের পর হয়ত এই সময়টাই একটু রিল্যাক্স করে ও। সৌভিক বাইরে থেকে শুনতে পায় আলেয়া গাইছে,'তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়...তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর।'
গা টা জ্বলে যায় সৌভিকের,বেডসাইড টেবিলে আলেয়ার ফোনটা দেখতে পায়না। এদিক ওদিক খুঁজতে থাকে এলোপাথাড়ি ভাবে,নাহ্ রিং করা যাবেনা। তাহলে তো ধরা পড়ে যাবে। নিশ্চয় ফোন নিয়ে বাথরুমে ঢুকেছে,শাওয়ার খুলে দিয়ে ব্যস্ত আছে কারো সাথে। ও কি ভিডিও কল করছে না কি,মানে স্নানের দৃশ্যটাও কি কাউকে পাঠাচ্ছে? রাগে মাথাটা দপদপ করে সৌভিকের আর ভাবতে পারেনা।
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment