ঠাকুমা বলতেন নীলের ঘরে দিয়ে বাতি,জল খাও গো পুত্রবতী। তাই সুমনা হওয়ার পর ওর মাকে বাধা দিয়েছিলেন,"এ কি বৌমা মেয়ের মায়ের আবার নীলের উপোশ কি? মা উত্তর দিয়েছিলো,"মায়ের কাছে সবাই সমান,পুত্র কন্যা আবার কি?"..গতবার পর্যন্তও মা ওর মঙ্গলে বাতি দিয়েছে নীলের ঘরে। এ বছর মা নেই তাই মনটা ভীষণ খারাপ।"কি হলো বৌমা একটু এগিয়ে দাও জিনিসগুলো। হাঁটুব্যাথায় আর এত উপর নীচ করতে পারিনা। এ কি একটা মোমবাতি কেন আরেক
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment