স্বাধীন হোক চিন্তা আমার,
মুক্ত হোক পরাধীন মন।
স্বাধীনতা তুমি কেমন আছো?
নাকি সম্মান হারাচ্ছো সারাক্ষণ?
স্বাধীনতা আসুক মননে চিন্তায়,
মুছে যাক যত হিংসা দ্বেষ।
খুনোখুনি আর ধর্ষণে নয়..
উন্নতির শিখরে পৌঁছে যাক দেশ।
এসেছিলো যা রক্তের বিনিময়ে,
তাকে কোরনা আর রক্তাক্ত।
যত্নে রাখবোই স্বাধীনতাকে,
এসো সবাই মিলে নিই এই ব্রত।
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment