#রূপে না গুণে#
রুমাশ্রী সাহা চৌধুরী#
"না রূপে না অন্য কিছুতে.. আমাদের বাড়ির সবার গায়ের রঙ দেখেছো তো।" কি দেখে যে পছন্দ করেছে ছেলে কে জানে! ঘরের লক্ষ্মী হবার স্বপ্নটা কোথায় যে এত বছরে রূপের খোঁটা শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলো তিথির। অবাক লাগতো খুব তাড়াতাড়ি ওর প্রেমিক বরের পাল্টানো চেহারা দেখে। নাহ্ কোনদিন কোন প্রতিবাদ করেনি বাড়ির লোকের কথার,একদম বাধ্য ছেলে।
দিন,মাস,বছর পার হয়ে তিথি এখন পুরোনো বৌ। লক্ষ্মীপুজোর নাড়ুতে পাক দিয়ে,প্রসাদের থালা সাজায় যত্নে।"কি সুন্দর সাজিয়েছে গো বৌমা সবকিছু।"
শাশুড়িমা মুখে একটু বাঁকা হাসি এনে বলেন," হ্যাঁ এই বাড়িতেই তো সব শেখা,ওর এখন অনেক গুণ। দীর্ঘশ্বাসের সাথে সাথে মুখে একটা হাসি ফুটে ওঠে তিথির। যাক রূপ তো ভগবানের দেওয়া,সেটা না পেলেও শ্বশুরবাড়ির কল্যাণে গুণটা পেয়েছে।
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment