#দিশারী#
রুমাশ্রী_সাহা_চৌধুরী#
"পালিয়ে গেলো পরীক্ষার আগে?আশ্চর্য তো!ওর কি মাথাটা খারাপ হয়ে গেলো?সারাদিন তোদের শুধু প্রেমের গল্প তাইনা? এইটুকু সব মেয়ে নাক টিপলে দুধ বেরোয় তাদের সব পাকা পাকা হাবভাব।"
স্কুলের এই দলটাকে একদম পছন্দ হত না সুনেত্রার কিন্তু কিছু করার নেই পাকা হলেও সব কাজেই এরা চলে আসে।ওদের দুষ্টুমি আর এনার্জি দুটোই বেশি তাই কিছু বলতেও পারেনা। তাছাড়া টুকটাক বকুনি বা বোঝানো ছাড়া আর কিই বা করতে পারে।ছোট ছোট মেয়েদের মধ্যেও ছোঁয়া লেগেছে বিজ্ঞাপনের, অনেকেরই রঙ করা চুল,হাতে বড় বড় নখ,সরু করা ভ্রূ।
ঠিক মাধ্যমিকের আগেই পালিয়ে গেলো পিয়া,বুদ্ধি ছিলো মাথায় হয়ত চেষ্টা করলেই পাশও করে যেতো। অনেক বলেও ফোনের পর ফোন করেও কিছুতেই আ্যডমিট কার্ডটাও নিয়ে গেলোনা। মন খারাপ হলো ভীষণ সুনেত্রার। মাঝে মাঝেই এই রকম কত পিয়া হারিয়ে যায় স্কুল থেকে নিঃশব্দে।
সুনেত্রার পরিচিত ক্লাসরুম,কাঠের চেয়ার আর ব্ল্যাকবোর্ডে প্রতিবছর আসে নতুন নতুন মুখ।কাউকে যত্নে শাসনে পার করে স্কুলের গন্ডী,আবার কেউ নিরুদ্দেশ হয়ে যায় মাঝ পথে।
মাঝে কেটে গেছে বেশ কয়েকটা বছর। সুনেত্রার চোখে ভারী ফ্রেমের চশমা।মুখে অভিজ্ঞতার ছাপ চেহারায় স্থূলতা।খবরের কাগজ পড়তে গিয়ে চোখটা আটকে যায়। কুসংস্কারের শিকারে প্রাণ হারাতে বসেছিলো কয়েকটা শিশু হঠাৎই এক গৃহবধূ রুখে দাঁড়ানোতে অসম্মানিত হয় কিন্তু হাল ছাড়েনা এবং তারই চেষ্টায় বেঁচে যায় শিশুগুলো। নিজে বেশি পড়াশোনা না জানলেও প্রাণপণে চেষ্টা করেছে গ্ৰামে প্রচলিত ঝাড়ফুঁকের বিরুদ্ধে একাই রুখে দাঁড়াতে।
টিভিতেও খবরটা দেখে সুনেত্রা,কথা বলছে মেয়েটা।কত আর বয়েস হবে হয়ত কুড়িই পার হয়নি এর মধ্যেই কোলে একটা বাচ্চা মেয়ে। জোর গলায় বলছে," আমি বাধা দিয়েছি,ওরা ঝাড়ফুঁক করাচ্ছিলো তিনটে বাচ্চাকে ওঝা দিয়ে। ওদের তো ডাইরিয়া হয়েছে।কেউ শুনলোনা আমার কথা,বললো নজর লেগেছে ঝাড়লেই ঠিক হয়ে যাবে। মন্ত্র পড়া জলের নামে পুকুরের জল খাওয়াচ্ছিলো ওদের। চারিদিকে ধূপ ধুনোর ধোঁয়া।বাচ্চাগুলো নেতিয়ে পড়েছিলো। আমার শাশুড়ি আমাকে আটকে রেখেছিলো যাতে আমি না যাই সেখানে। আমি কোনরকমে জানলার ভাঙা শিক গলে পালিয়ে পুলিশে খবর দিই।"
সুনেত্রা চশমাটা আরেকবার মুছে মুখটা ভালো করে দেখতে চেষ্টা করে...পিয়া! হ্যাঁ একটা ক্লিষ্ট চেহারা কিন্তু চোখদুটো প্রাণবন্ত আর উজ্জ্বল।দুষ্টুমির বদলে সেখানে দুঃসাহসের ছাপ।
অদ্ভুত এক আনন্দ হয় সুনেত্রার, মনে হয় কিছুটা হলেও শিক্ষা দিতে পেরেছে মেয়েটাকে হয়ত ওর শিক্ষা আর সাহসই বাঁচিয়ে দিলো বাচ্চাগুলোকে মৃত্যুর হাত থেকে। আমাদের পোড়া দেশে যেখানে এখনো টিভি সিরিয়ালে, সিনেমায় আর প্রকৃত জীবনে কুসংস্কারের ছবি প্রতিনিয়ত দেখা যায় সেখানে হয়ত ঘরে ঘরে দরকার এমন বৌ,মেয়ে বা মায়েদের যাদের বাস্তব বুদ্ধি আর শিক্ষা সমাজকে কুসংস্কার মুক্ত করে এগিয়ে নিয়ে যাবে।
সমাপ্ত:-
Comments
Post a Comment