মধ্যবিত্ত ঘরে মানুষ হওয়া..
স্বপ্ন দেখা এক ভাবুক মেয়ে।
কলমটাকে বাসতো ভালো,
অন্য সব কিছুর চেয়ে।
আর পাঁচটা মেয়ের মতই
গেলো একদিন নতুন ঘরে।
পাল্টে গেলো জীবনটা তার,
মন দিলো ঘর সংসারে।
ঠেকে ঠকে শিখলো অনেক
তবুও শেখার রইলো বাকি।
একদিন মন বললো ডেকে,
নিজেকে কেন দিচ্ছো ফাঁকি?
শ্রদ্ধার_একুশ
ওরা চেয়েছিলো বাঁচাতে ভাষাকে
কাড়তে দেয়নি ভাষার অধিকার।
ভয় পেয়েছিলো শাসক শ্রেণী...
চালিয়েছিলো গুলি দিয়েছিলো মার।
বিপ্লবীকে মারা সহজ হলেও..
বিপ্লব থামানো সহজ নয়।
তাইতো বিপ্লবের হয়েছিলো জয়
অপরাধীরা পেয়েছিলো ভয়।
বাংলা পেয়েছিলো ন্যায্য অধিকার
রক্তে ভেজা বিপ্লবের বিনিময়ে।
হাজার মানুষ এসেছিলো এগিয়ে,
প্রতিবাদ করেছিলো নির্ভয়ে।
অনেক শহীদের রক্তে ভেজা
শ্রদ্ধার একুশে ফেব্রুয়ারি।
এসো সবাই সশ্রদ্ধ চিত্তে...
তাদের আজ স্মরণ করি।
◆◆◆◆◆◆◆
প্রাণ দিয়েও যারা দাবী ছাড়েনি
বাঁচাতে চেয়েছে মায়ের ভাষা।
বাংলা তাদের জড়িয়ে রেখেছে
দিয়ে আদর আর ভালোবাসা।
ভাষা তাদের ভাসিয়েছিলো...
মাতৃভাষার এমনি টান।
প্রাণের বিনিময়ে একদল তরুণ
গেয়েছিলো জীবনের জয়গান।
বৃথা হয়নি তাদের আহুতি..
ভাষাকে বাঁচাতে যারা দিয়েছে প্রাণ।
আজও তারা আছে স্মরণে মননে,
ভাষার ইতিহাসে লেখা তাদের জয়গান।
#অন্য_বিশ্বযুদ্ধ#
#রুমাশ্রী_সাহা_চৌধুরী#
এ এক ভীষণ যুদ্ধ চলছে সারা পৃথিবীতে,
সর্বশ্রেষ্ঠ মানুষ আজ অসহায় ভীষণ,
দেখছে মানুষকে শ্বাসরোধ হয়ে মরতে।
অস্ত্রশস্ত্র স্রষ্টার হাতে আমরা শুধুই দর্শক,
লাভ নেই তার সাথে কোন সন্ধি করে
আজ স্বয়ং সৃষ্টিকর্তাই হয়েছেন ঘাতক।
নির্বিচারে পৃথিবী ধ্বংস করেছি আমরা,
প্রকৃতি আর প্রাণীদের করেছি খুন।
দাউ দাউ করে তাই জ্বলছে পৃথিবী,
জানিনা কি করে নিভবে এই আগুন।
এ এক সংকেত হয়ত বা ধ্বংসেরই পূর্বাভাস,
তাই শপথ হোক বাঁচবো আর বাঁচতে দেবো..
যাতে শান্তিতে সকলে করতে পারে বসবাস।
ডাকাত ছিলো ডাক্তারেরা...
মার খেয়েছে মেখেছে কালি।
সময় এসেছে তারা হবে ঈশ্বর,
বাজাও ঘন্টা,দাও হাততালি।
Comments
Post a Comment