কলমে:রুমাশ্রী সাহা চৌধুরী
ভোরবেলা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখাতে বেরোতাম। ভোরের আকাশে তখন সূর্যের প্রথম হামাগুড়ির আনন্দের হাসি। প্রকৃতির রঙবদল দেখতে দেখতে ছাত্রী পড়াতে যাই সেই কত বছর। শুনলাম রোগ ছড়াচ্ছে তাই স্কুল বন্ধ,প্রথমে ভেবেছিলাম কয়েকটা দিন বাদেই আবার আসবো,ক্লাসে ঢুকতেই শুনবো ওদের হাসিমাখা গুডমর্ণিং।
কিন্তু না,অতিমারী কেড়ে নিয়েছে সকলের স্বাধীনতা কতদিন ধরে।আমার মনের আকাশ এখন বন্দি জানলার গরাদে। বারান্দা দিয়ে হাত বাড়িয়ে ছুঁই রোদ,মাখি বৃষ্টি মুখে। স্কুলে যাই মাঝে মাঝে কাজে তবে স্কুলের মাঠটা আর হেসে কথা বলেনা। মুখে মাস্ক,মাথায় ক্যাপ আর গ্লাভসে হাত ঢেকে চাল,ডাল,ছোলা,আলু তুলে দিই অভিভাবকদের হাতে।
অনলাইন ক্লাশে ওরা বললো," দিদিমণি,স্বাধীনতা দিবস হবেনা এবার?"
ভেজা গলায় বললাম,"স্বাধীনতার জন্মদিন তো প্রতি বছরই আসে।এবার বরং আমরা চেয়ে নিই ভেন্টিলেটরে বদ্ধ পরাধীন মানুষদের নিঃশ্বাসের স্বাধীনতা,পিপিই থেকে কোভিড যোদ্ধাদের মুক্তির স্বাধীনতা।
আর সব শেষে অতিমারীকে অধীনে এনে সুস্থভাবে চলাফেরার আর কাজের স্বাধীনতা।
ওরা বললো," স্কুলে আসার স্বাধীনতাও।"
Comments
Post a Comment