দেশভাগের সময় দাদাকে দিয়ে বৌকে পাঠিয়ে ওপারে থেকে যায় ভাই।দাঙ্গা হয় ফিরতে পারেনা পক্স হওয়ায় কেউ ছোঁয়না মুসলিম বিধবা ঘরে নিয়ে যায় গ্ৰামের মুসলামান বিয়ে করতে বাধ্য করে ওকে। দাদার কাছে খবর যায় ভাই মুসলমান বিয়ে করে জাত খুইয়েছে। শেষে দাদা শ্রাদ্ধ করে ভাইয়ের একটা সময় বৌ জানতে পারে স্বামী বেঁচে আছে আবার সিঁদুর পরে মাথায়।
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment