কদিন মেঘলা আকাশের পর ভোরের আলো হঠাৎই ভরিয়ে দিয়েছে বারান্দাটা। প্রতিদিন ঘুম থেকে উঠে বারান্দায় একবার এসে না দাঁড়ালে ভালো লাগে না শালুকের। যদিও এই বারান্দায় কোন স্বপ্ন মাখা সবুজের পালক নেই তবুও ছোট্ট এক কামরার ফ্ল্যাট বাড়িতে এই একফালি বারান্দাটাই একমাত্র একটুকরো অবকাশ যাপন ওর কাছে। ঘরের বেশ কিছু উপচে পড়া
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment