এক যে ছিল পুচকে ছেলে,
স্বভাবে সে শান্ত।
শুধু মা বাবাকে না দেখলেই
মাজী,বাবাজী বলে কাঁদত।
খেলনা গাড়ি বা রেলগাড়ি
যে কোনটাই হোক...
গাড়ি কেনার বা দেখার,
ভীষণ ছিল ঝোঁক।
শুধু স্কুলের পথে গেলেই
তার মুড যেত বিগড়ে।
বই,খাতা সরিয়ে দিয়ে,
থাকত মাথা নীচু করে।
চুল কাটা,ইঞ্জেকশনে,অঙ্কে
ছিল তার ভীষণ ভয়।
ভালো নাম সপ্তর্ষি তার
ডাক নামটি জয়।
অঙ্ক পরীক্ষা এলেই তার
একটা কথাই ছিল,
সব অঙ্ক পারব তো মা?
একবার তুমি বলো।
অঙ্ক পরীক্ষার আগের রাতে
মায়ের পাশে শুয়ে,
কত কথাই বলতে বলতে..
অবশেষে পড়ত ঘুমিয়ে।
মায়ের ছিল একটাই মন্ত্র,
বাছা কিসের ভয়?
যার সাথে আছে মা,
তার হবেই হবে জয়।
কোথা দিয়ে কাটলো দিন,
বড় হল পুচকে।
পড়াশোনায় মন দিয়ে,
মাকে দিল চমকে।
অঙ্কই তখন পছন্দ তার,
শেষ করে গাদা গাদা খাতা।
মন দিয়ে লেখে পড়ে উল্টে
মোটা মোটা বইয়ের পাতা।
ইঞ্জেকশন নিতে যার,
ছিল অনেক ভয়।
তাকেই এখন প্রয়োজনে
অপারেশন করতে হয়।
কার কপালে কী আছে
জানেন ভগবান।
তাই তাঁর কাছেই বলি,
ভালো থাক আমার সন্তান।
Comments
Post a Comment