#হ্যাপি😬ধনতেরাশ#
#রুমাশ্রী_সাহা_চৌধুরী#
কপালে চোখ কত্তামশায়ের আজ সব্বনাশ
হে ভগবান আজ নাকি ঐ ধন😇ত্রাশ।
ওরে বাবা কোথায় পালাই আজকের এইদিনে
গিন্নী আমায় করবে ফতুর গয়নাগাটি কিনে।
গতবছর এই দিনেতেই গিন্নীর সাথে গিয়ে
ধনে মারা পড়েও পালিয়েছেন প্রান নিয়ে।
"এবার বুঝি সবই যাবে কোন উপায় নেই
ওরে বাবাপালিয়ে বাঁচি গিন্নী ওঠার আগেই।"
প্যান্ট শার্টটি গলিয়ে নিয়ে,যেই গলাবেন চটি--
কানে ফাটলো বোমা,"কোথায় যাচ্ছ গুটিগুটি?"
"ইয়ে মানে, অফিসে আজ মর্ণিং ডিউটি
তুমি আরেকটু আয়েশ করে ঘুমাও লক্ষ্মীটি।"
চালাকি করার যায়গা পাওনা,দিচ্ছ আমায় ধোঁকা
কতদিন এইভাবে বানাবে আমায় বোকা?😈
যেখানে খুশি যাও আমার বয়েই গেছে তাতে
তোমার কার্ড আর চেকবুক সবই আমার হাতে।
কর্তা শুনে ভিরমি খান,"এই ছিল তোর মনে
হে মা কালী এই ভাবে মা মারলি ধনে প্রাণে!"
Comments
Post a Comment