#ভৌতিক_শুভেচ্ছা#
সবাই সাবধান,আজ কিন্তু ভূতচতু্র্দশী
আজকে রাতে ঘুরে বেড়ায় ভূতের মাসি পিসি।
সাথে থাকে মামদোমামা,গেছোভূতের জামাই
বেম্ভদত্যি পিসেমশাই আর শাঁকচুন্নি পিসি।
আজকে কিন্তু রাত জেগোনা, ঘুমিয়ো তাড়াতাড়ি
নইলে পরে ভূতের দল আসবে তোমার বাড়ি।
আসবে সাথে ছানা পোনা আর বুড়ো বুড়ি
আরও আসবে ভূতের রানী ,ভারী সুন্দরী।
চোদ্দ শাক খাচ্ছো তো আজ😛😛?
চোদ্দ বাতি জ্বালিয়ো রাতে।😳😳
নইলে আজ নাচতে হবে পেত্নীদের সাথে।
কি বলছো? দেখতে চাও ভূতের কেত্তন
আচ্ছা তবে চলে এসো ,রইল নিমন্ত্রণ।
💥💥💥💥💥💥💥💥💥💥💥
রাতের ডিনারে থাকবে আজ পচা মাছের চচ্চড়ি
তার সাথে আরও আছে শুটকি পাতুরি,
নাড়িভুড়ির কোপ্তা আর ইঁদুরের ফ্রাই
মেনু শুনে একদম না কোরোনা ভাই।
নিরামিষ ও আছে কিছু বেম্ভদত্যির জন্য
তবে তার আয়োজন অতি সামান্য।
না বোলনা একদম আসতেই হবে ভাই
ভূতের রাজা থাকবে বসে তোমার প্রতীক্ষায়।
সবাইকে জানাই ভৌতিক শুভেচ্ছা
ভূতের রাজার বরে পূর্ণ হোক ইচ্ছা।
#রুমাশ্রী#
Comments
Post a Comment