জিপটা রাতের অন্ধকারে এসে থামে পুরো গ্ৰাম তখন ঘুমোচ্ছে। ঘুমন্ত গ্ৰামের পথ দিয়ে হেঁটে চলেছে প্রশান্ত্।ঐ তো আরেকটু গেলেই পৌঁছে যাবে বাড়িতে। জানলাটা দেখেই মনটা দুষ্টুমিতে ভরে ওঠে একটা টোকা দেবে নাকি?না থাক তারপর হয়ত চোর ভেবে সবাই ছুটে আসবে।
বাবুজী..দরওয়াজা খুলিয়ে। রাতের অন্ধকারে জ্বলে ওঠে হ্যারিকেনের আলো। আর ফুলিয়ার মনে তখন হাজার বাতি সুহাগ রাতের পরেই চলে গিয়েছিলো প্রশান্ত্।ভালোবাসার ছোঁয়া টুকু নিয়ে আর সুহাগ রাতের কথা ভেবেই কেটে গেছে ছয় মাস
#কথা_দিলাম# #রুমাশ্রী_সাহা_চৌধুরী# "চৌধুরীদের বাড়ির ছোটমেয়ে না? কি চেহারা হয়েছে গো! এই তো গত পুজোর আগের পুজোতে ওদের দুগ্গাদালানে দেখেছিলাম চুল ছেড়ে ধুনুচি সাজাচ্ছিলো।কি সু...
Comments
Post a Comment