যতটা আঘাত তুমি করেছো আমায়,
তার থেকে বেশি আঘাত তুমি
পাবেই একদিন জেনে রেখো।
যতটা অবহেলা আমি সয়েছি প্রতিদিন,
তার দ্বিগুণ ফিরে পাবে একদিন দেখো।
হয়ত কোনটাই চাই না মন থেকে...
সবই বেরোয় আমার দীর্ঘশ্বাস হয়ে।
বিশ্বাস করি ভগবান সদাই আছেন সাথে,
তাই বেঁচে থাকি সব অপমান সয়ে।
এ বেঁচে থাকা যে বড়ই কঠিন...
তাই ক্ষইছে মন দিন প্রতিদিন।
তবুও বাঁচার লড়াই চলছে অবিরত,
সব আশা যেন শূন্যে বিলীন।
Comments
Post a Comment